নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির বর্ণনা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের কাছে এখনই এ রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের উপযুক্ত সময় বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ পাশাপাশি সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় সিবিআই তদন্ত অতি আবশ্যিক বলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে লেখা এক চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, শাসক দলের উপজাতি শাখা এবং উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটির মধ্যে গত ১৯ সেপ্ঢেম্বর এক র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ক্রমশ অবনতি ঘটছে৷ সেদিন সংঘর্ষে উভয় দলের দেড়শতাধিক সমর্থক এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন৷ পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ এছাড়া বিজেপির ১২ টি অফিসে ভাংচুড় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ তিনি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রাজ্য সরকারের ভুল নীতির কারণে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি ঘটছে৷ পরিস্থিতি গৃহ যুদ্ধের দিকে এগিয়ে চলেছে৷ তাই তিনি এখনই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার স্বার্থে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন৷
স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, গত ২০ সেপ্ঢেম্বর রাজ্যের এক তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে মান্দাই এলাকায় নৃশংসভাবে খুন করা হয়েছে৷ এর প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ সাংবাদিকদের পাশাপাশি সাধারণ নাগরিক এবং বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ বিজেপি রাজ্য সভাপতি শীঘ্রই সাংবাদিক খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন৷ তাঁর যুক্তি, এই খুনের ঘটনায় রাজ্য পুলিশ তদন্তে সাক্ষ্যপ্রমাণ লোপাট করে দেওয়ার আগেই সিবিআইকে এর তদন্তের দায়িত্ব দেওয়া হলে প্রকৃত অপরাধিকে খুঁজে বের করে শাস্তি দেওয়া সম্ভব হবে৷ বিপ্লব দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যের কর্মরত সাংবাদিকদের পক্ষথেকেও মুখ্যমন্ত্রীর কাছে শান্তনু ভৌমিক খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী এখনো তাতে রাজি হননি৷
এদিকে বিপ্লব দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর ভয়ে শাসক দল সম্প্রদায়িকতার জঘন্য খেলায় লিপ্ত হয়েছে৷ বিজেপির বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে৷ শুধু তাই নয়, বিজেপি কর্মী এবং তাদের পরিবার ও দলিয় অফিস গুলিতে শাসক দলের দুর্বৃত্বরা হামলা হুজ্জুতি চালাচ্ছেন৷ অথচ পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷ তাই তিনি অবিলম্বে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আটকাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের দল রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷
2017-09-23

