নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ সদর মহকুমার মহকুমা শাসক এক আদেশে রামনগর পুলিশ ফাঁড়ির আওতাধীন বিটারবন মোল্লাপাড়াস্থিত আর এস প্লট নম্বর ১৮২২ এবং চূড়ান্ত প্রকাশিত খতিয়ান নম্বর ৬/২০তে নথীভুক্ত জমিতে গড়ে উঠা দোকান ঘর এবং এর চত্বরে লোকজনের চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করেছেন৷ ভারতীয় ফৌজবাদী দন্ডবিধি ১৯৭৩ এর ১৪৪ নং ধারা অনুসারে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি-র ১৮৮ নং ধারা অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং তা আগামী ২০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত বলবৎ থাকবে৷ সদর মহকুমা শাসকের পক্ষ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷
প্রসঙ্গত, সম্প্রতি ঐ জমিতে গড়ে উঠা একটি দোকানঘরকে বিজেপি নিজেদের দলীয় অফিস হিসেবে দাবি করে৷ অন্যদিকে সিপিএমের দলীয় সমর্থকরা বিজেপির পার্টি অফিসে সেখানে মানতে অস্বীকার করে এবং এনিয়ে সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়৷ তাতে বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কয়েকজন আহত হয়েছিলেন৷ যদিও বিজেপির ঐ অফিসটি কিছুদিন আগে তৃণমূলরে অফিস ছিল৷
2017-09-22