নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ পুনরায় চুরাইবাড়ির থানার সাফল্য৷ গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ

গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে চুরাইবাড়ি সেইলটেক্সের ভেতর থেকে সন্দেহজনক একটি ট্রাক আটক করেন৷ পুলিশকে দেখে ট্রাক চালক পালিয়ে যায়৷ তারপর চুরাইবাড়ি থানার পুলিশ টিআর০১-১৯৪৩ নম্বরের ট্রাকটিকে আটক করে থানাতে নিয়ে আসে৷ কিছুক্ষণ পর পানিসাগর ১৬৬ নং বিএসএফও থানাতে ছুটে আসে৷ আজ সকাল ১১টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে তল্লাশি চালায় ঐ ট্রাকে৷ ট্রাকের কেভিনের পেছনে সুকৌশলে বাক্সতৈরী একটি অংশ থেকে ৯ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়৷ উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা৷ বর্তমানে আটককৃত ট্রাক ও বিপুল পরিমাণ ফেন্সিডিল চুরাইবাইড় থানার হেফাজতে রাখা হয়েছে৷ এদিকে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেন জানিয়েছে ঐ বিপুল পরিমান নেশাজতীয় ফেন্সিডিলগুলি অসম রাজ্য থেকে এসেছিল আর গন্তব্যস্থলছিল আগরতলা৷ কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে আটক করেছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ এই মর্মে একটি মামলাও রুজু করা হয়েছে৷ ওসি শ্রীসেন আরও জানান, আগামী দিনেও চুরাইবাড়ি থানার ঐধরনের অভিযান অব্যাহত থাকবে৷ প্রসঙ্গত, চুরাইবাড়ি থানাতে ওসি বিজয় সেন ইনচার্জ হয়ে আসার পর থেকেই নানা অনৈতিক কার্যকলাপ, নেশা কারবারী সহ অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে৷ ওসি বিজয় সেন ত্রিপুরা অসম সীমান্ত চুরাইবাড়িতে আসার পর থেকে অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চুড়াইবাড়ীবাসী৷
প্রসঙ্গত, চুড়াইবাড়ি চেকপোস্টে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে৷ অনেক সময় দেখা গিয়েছে, ফেন্সিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী বোঝাই ট্রাক রাজ্যে প্রবেশ করছে চুড়াইবাড়ি গেইট পার হয়ে৷ এক্ষেত্রে, অভিযোগ উঠেছে চুড়াইবাড়ি গেইটের একাংশ কর্মী এই পাচার বাণিজ্যকে ঘুষের বিনিময়ে উৎসাহ দিয়ে চলেছে৷

