লখনউ, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : রায়ান কান্ডের ছায়া এবার উত্তর প্রদেশে। সোমবার রাজ্যের দেওরিয়া জেলার মর্ডান সিটি মনতেশ্বরী স্কুলের ১৬ বছর বয়সী এক ছাত্রী স্কুলের তিন তলার থেকে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত ছাত্রীর বাবা-মায়ের অভিযোগ তাদের মেয়েকে কোন অজ্ঞত পরিচয় ব্যক্তি স্কুলের তিন তলা থেকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করেছে। মৃতা নিতু চৌহানের সহপাঠীরা জানিয়েছে যে সোমবার স্কুলের তিন তলায় থাকা শৌচগারে যাবে বলে ক্লাস থেকে বেরিয়েছিল নিতু তার পর আর ফেরেনি। এই হত্যা কান্ডের পর স্কুল বন্ধ করে ফেরার স্কুলের কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে স্কুলের প্রিন্সিপালকেও ফোনে পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ অভিভাবকের হাতে তুলে দিয়েছে পুলিশ। হত্যাকান্ডের তদন্ত করছে পুলিশ।
2017-09-19