মুজাফফরপুর, ১১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর বিহারের মুজাফফরপুর জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের| মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন পুলিশ কর্মী| সঙ্কটজনক অবস্থায় তাঁদের মুজাফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার মধ্য রাতে উত্তর বিহারের মুজাফফরপুরে, পানাপুর পুলিশ আউটপোস্টের কাছে আকুরাহা ধালা এলাকায় ২৮ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে একটি কন্টেনার ট্রাক কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে| ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের| সঙ্কটজনক অবস্থায় চার জনকে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃত ৫ জনের মধ্যে তিন জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-কনস্টেবল মুন্না চৌধুরী, কনস্টেবল বিশ্বমোহন শর্মা এবং কনস্টেবল ফরমান আনসারি|
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৃষ্ণ মুরারি প্রসাদ এবং পানাপুর আউটপোস্টের ইনচার্জ ধ্রুবনাথ ঝা জানিয়েছেন, কন্টেনার ট্রাকের ধাক্কায় চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত হয়েছেন চার জন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কন্টেনার ট্রাকটিতে অবৈধ মদের বোতল ছিল| ঘাটক ট্রাকটির খোঁজ চলছে|
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিবেক কুমার জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ২৮ নম্বর জাতীয় সড়কে আকুরাহা ধালা এলাকায় চেকিংয়ের সময় কন্টেনার ট্রাকটিকে থামতে বলা হয়| কিন্তু, চালক ট্রাক না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ট্রাকের চাকায় পিষ্ট হন চার জন পুলিশ কর্মী ও এক সাধারণ নাগরিক| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের| গুরুতর আহত অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে|
2017-09-11