নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, অমরপুর, ৯ সেপ্ঢেম্বর৷৷ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় দূর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷ দূর্ঘটনাটি ঘটেছে বিলোনীয়া মহকুমার পিআর বাড়ি থানার অধীন বড়পাথরীর কাছে৷ সেখানে তপশিলী জাতি সমন্বয় সমিতির সমাবেশে যোগ দিতে টিআর- ০৮-১৯৫০ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়িতে করে যাচ্ছিলেন সমর্থকরা৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ তাতেই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়৷ তাতে গাড়ির ২৫ জন যাত্রী আহত হয়৷ তাদের বিলোনীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে সাতজনকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
যান দুর্ঘটনা যেন এই রাজ্যে একটি নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে৷ মদমত্ত অবস্থায় আবারো পথ দুর্ঘটনা অমরপুরে, কাঁঠালবাগান এলাকায়৷ টিআর০৩এইচ-০২৮৩ এই নম্বরের অলটু গাড়ী গাড়ীটি শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ ডালাক থেকে অমরপুর মটরস্টেন্ডে দ্রুত গতিতে আসার পথে কাঁঠালবাগান এলাকায় টিলার মাঝখানে গাড়ীটি ধাক্কা দেয়৷ এই দুর্ঘটনার শব্দ পেয়ে এলাকাবাসী বাড়ী থেকে বেরিয়ে দেখতে পায় এই আলটুর গাড়ীর ভিতরে ২ ছেলে, ১ মেয়ে ছিল৷ সাদ্দাম মিঞা ও অরজিৎ দত্ত৷ বয়স প্রায় ১৬-১৭৷
মেয়েটি গুরুতর আহত হওয়ায় দমকল বাহিনীর কর্মীরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ ডাক্তার মেয়েটিকে সঙ্গে সঙ্গে সিটিস্কেন করার জন্য উদয়পুর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন৷
এই গাড়িতে মেয়েটির বই, খাতা ছিল এবং মেয়ের অনেক কিছু গাড়ীতে পাওয়া গিয়েছে৷ জনগনের প্রশ্ণ, মেয়েকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে কি?
মেয়ের মা অমরপুর মহকুমা হাসপাতালে খবর পেয়ে ছুটে আসেন৷ মেয়ের মাকে জিজ্ঞাসা করলে মেয়ের মা বলেন মেলাঘর মেয়েটি বড় বোনের বাড়ীতে বেরাতে গিয়েছিল৷ অমরপুরে কিভাবে মেয়েটি এসেছে সেটাও তার মা জানেন না৷ এখন দেখার বিষয় মেয়ের মা মিথ্যা কথা বলেনি তো? ছেলের মার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ছেলে সারাদিন বাড়ীতে কাজ করেছে৷ বাজারে এসে বাড়ীতে যায়নি৷
2017-09-10

