রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষ অব্যাহত, উত্তপ্ত রামঠাকুর কলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কলেজ রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে৷ ফটিকরায়, কৈলাসহর, সোনামুড়া, এমবিবি, বিবিএমসি’র পর এবার উত্তেজনা ছড়াল রামঠাকুর কলেজে৷ বৃহস্পতিবার সকাল থেকে রণক্ষেত্রের রূপ ধারণ করে কলেজ চত্বর৷
কলেজে মনোনয়ণ পত্রগুলির স্ক্রুটিনি নিয়ে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের সূত্রপাত৷ বিদ্যার্থী পরিষদের অভিযোগ, সুকটিনিতে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ছলছাতুরি শুরু করেছেন৷ বাধা দান করতেই লাঠি নিয়ে এসএফআই কর্মীরা হামলা চালিয়েছে তাদের উপর৷ পাল্টা বিদ্যার্থী পরিষদও হামলা করে৷ মুহুর্তের মধ্যে কলেজ চত্বরে দুই গোষ্ঠির মারমুখী সংঘর্ষে ছাত্রছাত্রীরা পালাতে শুরু করে৷ বহিরাগত ছাত্রছাত্রীরা কলেজে দুই পক্ষের সঙ্গে মিশে যায়৷
জানা গেছে, ইট, পাটকেল, লাঠি নিয়ে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ৷ দুই পক্ষকে সামলাতে গিয়ে পুলিশকেও ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ পরিস্থিতি বেগতিক দেখে কলেজে নামানো হয় বিশাল টিএসআর বাহিনী৷ এসএফআই ও বিদ্যার্থী পরিষদের কর্মীরা পুলিশের সামনেও ধস্তাধস্তি শুরু করেন৷ জানা গেছে, পুলিশ বাধ্য হয়ে বিক্ষোব্ধদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে৷ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে স্ক্রুটিনি প্রক্রিয়া ব্যাহত হয়েছে৷
বিদ্যার্থী পরিষদের অভিযোগ, প্রহসনাত্মক নির্বাচন হচ্ছে কলেজগুলিতে৷ উচ্চ শিক্ষা অধিকর্তা বরাবরের মতো এবারও নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন না৷ এসএফআই বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে কলেজ চত্বরে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অভিযোগ তুলেছেন৷ বিজেপি’র মদতপুষ্ট ছাত্র সংগঠনটি আচমকা ভোটের মুখে পরিযায়ী পাখির মতো বাসা বেধেছে৷ রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার নিশ্চয়তা প্রদানে এসএফআই সারা বছর কাজ করেন৷ ছাত্রছাত্রীদের প্রলোভন দেখিয়ে কলেজগুলিতে খাতাও খুলতে পারবে না বিদ্যার্থী পরিষদ, দাবি এসএফআই’র৷ ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচনে বিদ্যার্থী পরিষদের জামানত জব্দ করে মোক্ষম জবাব দেবে বলে দাবি রামঠাকুর কলেজের এসএফআই নেতৃত্বের৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনকে রাজনৈতিক টেস্ট ম্যাচ হিসেবে নিচ্ছে উভয় শিবির৷ এসএফআই জয়ের ধারা অব্যাহত রাখতে ৯টি কলেজে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করতে চলেছে৷ বিদ্যার্থী পরিষদ সাংগঠনিক দূর্বলতার মধ্যেও অধিকাংশ কলেজগুলিতেই বেশ কিছু আসনে মনোনয়ন দাখিল করেছে৷ জয় নিয়ে উভয় শিবির আশাবাদী হলেও এসএফআই এগিয়ে রয়েছে সহজেই অনুমেয়৷