BRAKING NEWS

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৪

পোর্ট ব্লেয়ার, ৬ সেপ্টেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোর ৫টা নাগাদ ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে| ভূমিকম্পের উত্সস্থল ছিল পোর্টব্লেয়ার থেকে ১৬২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৮৬.৮ কিলোমিটার গভীরে| মৃদু ভূমিকম্পের তীব্রতায় ক্ষয়ক্ষতি বা প্রাণহাণির কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, গত ১০ আগস্ট ৫.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভূমিকম্প প্রবণ রিজিওনের মধ্যে অন্যতম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *