মারণ ব্লু-হোয়েলের হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে নির্দেশিকা জারি করল সিবিএসই

গোয়ালিয়র, ৩ সেপ্টেম্বর (হি.স) : সারা ভারতে মারণ ব্লু-হোয়েল গেমের দাপটে একটার পর একটা শিশু ও কিশোর এবং কিশোরীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবিষয়ে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই একটি গাইড লাইন বা নির্দেশিকা জারি করেছে। ১৮ টি পয়েন্ট সম্বলিত ওই গাইড লাইনে আছে। এই নির্দেশিকা সিবিএসই অধীনে থাকা সারা দেশের সমস্ত স্কুলের জন্য প্রযোয্য হবে বলে জানানো হয়েছে। সারা ভারতে ছড়িয়ে থাকা সিবিএসইর সমস্ত স্কুলে ব্লু-হোয়েল গেমের বিরুদ্ধে এই নির্দেশিকা স্কুলের শিক্ষক ও অভিভাবককে দেওয়া হবে। এই নির্দেশিকায় স্কুলের মধ্যে শিশু ও কিশোর-কিশোরীরা কোন ধরণে কম্পুটার গেজেট আনতে পারবে। এমন কোন গেজেট আনা যাবে না যার মধ্যে ওডিও বা ভিডিও চালানো যাতে পারে।

যদিও সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারের পক্ষ থেকে ব্লু-হোয়েল অনলাইন গেমটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও স্কুলে পড়া ছেলেমেয়েরা এই গেমের জালে জড়িয়ে পড়ছে এবং অকালে ঝরে যাচ্ছে প্রাণ। দেশের বেশির ভাগ স্কুলে ছাত্রছাত্রীরা এই গেমের চর্চা করছে এবং এই গেমের শিকার হচ্ছে। সূত্র থেকে জানা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুরা ব্লু-হোয়েলের বিষয়ে জানছে আর এই গেমের মধ্যে ঢুকে যাচ্ছে। সম্প্রতি গুগুলের এক সার্ভেতে বলা হয়েছে যে মধ্য প্রদেশের গোয়ালিয়র আর জব্বলপুরে বাচ্চারা ব্লু-হোয়েল গেম ইন্টারনেটের মাধ্যমে সার্চ করছে। এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিচার করে সিবিএসই স্কুল ও অভিভাবকদের উদ্দেশ্যে একটি নির্দেশনামা জারি করেছে। যেখানে বলা হয়েছে যে স্কুলের মধ্যে আইপ্যাড, সিডি প্লেয়ার, স্মার্ট ফোন এবং অন্যান্য বৈদ্যুতিক গেজেটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ওই নির্দেশিকায় ব্লু-হোয়েল আশক্তি কি করে কাটানো যায় সেই বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে।