নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ আজ গোটা দেশের সাথে রাজ্যেও উৎসবের মেজাজে ঈদ পালিত হচ্ছে৷ ঈদকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ

উদ্দীপনা লক্ষ্য করা গেছে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী সহ অন্যান্যদের মধ্যে৷
আজ সকাল সাড়ে আটটায় গেদু মিয়াঁ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের মূল নামাজ৷ প্রায় একই সময়ে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করে ধর্মপ্রাণরা৷ নামাজের পরই ধর্মপ্রাণরা কুরবানি পর্ব শেষ করে গরিবদের মধ্যে মাংস বিলি করেন৷ ধনী গরিব সবাই মিলেই ঈদের আনন্দে মেতে উঠে৷
পাশাপাশি রাজ্যের অধিকাংশ স্থানে মিশ্র বসতিপূর্ণ এলাকাতে মুসলিমদের সাথে মিলে হিন্দু এবং অন্য ধর্র্মবলম্বীদের মধ্যেই ঈদকে কেন্দ্র করে উৎসাহ দেখা যায়৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল, এবার রাজধানী এবং রাজ্যের বিভিন্ন এলাকায় অনেকেই বাড়িঘরে গরু কুরবানি না করে ছাগল, ভেরা, খাসি ইত্যাদি পশু কুরবানি করেছেন৷ এসব পশুর মাংস বিলিও করা হয়৷ যদিও এবছর ঈদকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা সামান্য বাড়ানো হয়েছে৷ যেকোনো ধরনের উস্কানি এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমা প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ রয়েছে বলে খবর৷

