নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স): শিষ্যা ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের পালিতা কন্যার হানিপ্রীত ইনসানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল হরিয়ানা পুলিশ। হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুক আউট নোটিশ জারি করার পরে সমস্ত বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে হানিপ্রীত দেশ ছেড়ে পালাতে না পারেন।
পুলিশ সূত্রের খবর, গুরমিত রাম রহিম সিং সাজাপ্রাপ্ত হওয়ার পরেপরেই গা-ঢাকা দিয়েছেন হানিপ্রীত। গোয়েন্দাদের অনুমান, তিনি সিরসায় ডেরা সচ্চা সৌদার কোনও অনুগামীর বাড়িতে গা-ঢাকা দিয়ে রয়েছেন।
শিষ্যা ধর্ষণ মামলা গুরমিত রাম রহিম সিংকে সিবিআইয়ের বিশেষ আদালত ২০ বছরের সাজা দিলেও তাঁর পালিতা কন্যা হানিপ্রীত বাবার সম্পর্কে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে জানিয়েছেন, বাবা (গুরমিত রাম রহিম সিং) আমাক প্রেরণাদাতা। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই সুখকর। সোশ্যাল মিডিয়ায় হানিপ্রীত গুরমিতের স্মৃতিশক্তি, অভিনয় ক্ষমতা সর্বোপরি সিনেমা জগতের তাঁর অবদান সম্পর্কে পঞ্চমুখ প্রশংসা করেছেন।
2017-09-01