১ঃ১ ফর্মুলায় প্রার্থী, নির্বাচনী রণকৌশল চূড়ান্ত বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বিধানসভা নির্বাচনের জন্য রণকৌশল চূড়ান্ত করেছে বিজেপি৷ দলীয় সূত্রে জানা গিয়েছে ১ঃ১ ফরমুলাতেই নির্বাচনে প্রার্থী দেবে দল৷ বিধানসভা নির্র্বচনের জন্য রণনীতি চূড়ান্ত করতে রবিবার বিজেপির রাজ্য কমিটি বৈঠক সম্পন্ন৷ একদিনের এই বৈঠক রাত অবধি চলে৷ দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টা থেকে এই বৈঠক শুরু হয়েছে৷ ধারনা করা হচ্ছে রাত পর্যন্তই এই বৈঠক চলে৷ বৈঠকের মাঝপথে রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তরে জানান, আগামী বিধানসভা নির্র্বচনের সিপিআইএমের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা হবে৷ ১ঃ১ পদ্ধতিতে লড়াইয়ের জন্য বিজেপি চেষ্টা করছে৷ যাতে বাম বিরোধী ভাগের সুফল সিপিআইএম কুড়িয়ে নিতে না পারে৷ তিনি আরও বলেন, বিজেপি এই রণনীতি নিয়ে আরও আগেই কাজ শুরু করেছে৷ এখন এক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসছে৷ কয়েকটি ক্ষেত্রে সমস্যা থাকলেও তা দ্রুত মিটিয়ে নেওয়া হবে৷ আগামী বিধানসভা নির্র্বচনে সিপিআইএম এর পতন প্রায় সুনিশ্চিত৷ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সব শীর্ষ স্থানীয় নেতারাই উপস্থিত ছিলেন৷ জানাগেছ ৭ জন বিধায়ক বিজেপতি যোগ দিচ্ছেন এবং তাদের দলে অবস্থান কি হবে এসব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷
ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির এক দিবসীয় কার্য্যকারিনী বৈঠক কৃষ্ণনগরস্থিত প্রদেশ কার্যালয়ে বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী অজয় জামুয়াল, আসামের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্র্ম উপস্থিত ছিলেন৷ বৈঠকে সবাপতিত্ব করেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷
রাজ্য কমিটি সমস্ত পদাধিকারী সদস্য, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৭টি মোর্র্চর রাজ্য সভাপতিগন বৈঠকে উপস্থিত ছিলেন৷ দীর্ঘক্ষন চলা বৈঠকে ২০১৮ এর বিধানসভা নির্র্বচনে রাজ্য যে পরিবর্তনের পরিবেশ তৈরী হয়েছে এবং তা বিজেপির মাধ্যমেই হবে সে পরিবেশকে সঠিকভাবে কাজে লাগাতে রণকৌশল তৈরী করা হয়৷
তৃণমূল স্তর থেকে মানুষের পাশে থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ২৫ বৎসরের কমিউনিষ্ট শাসনের শোষন এবং বাঞ্চনার ইতিহাসকে তুলে ধরা হবে এবং কিভাবে রাজ্যের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাও প্রকাশ করা হবে৷
রাজ্য সভাপতি রাজ্যে পরিবর্তনের পক্ষে যে ব্যাপক জনমত রয়েছে তাকে সম্মান জানিয়ে ব্যাপক জনসম্পর্ক অভিযানের উপর গুরুত্ব দিয়েছেন৷
রাজ্যে ক্রমবর্ধমান বিজেপির শক্তিবৃদ্ধিতে উদ্বিগ্ণ রামফ্রন্ট সরকার যেভাবে বিজেপি কার্যকর্র্তদের উপর প্রশাসনকে কাজে লাগিয়ে আক্রমন করছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং হিংসার রাজনীতি পরিত্যাগ করে রাজ্যের মানুষের প্রকৃত উন্নয়নের উপর মনোযোগ দিতে বলেন৷ তিনি বলেন কমিউনিষ্ট দর্শন অত্যাচারের দর্শন, নিপীড়নের দর্শন, শোষনের দর্শন৷ ত্রিপুরার পবিত্র ভূমিতে অত্যাচারী কমিউনিস্টদের শাসন দীর্ঘসময় চলতে পারেনা৷
প্রভারী সুনীল দেওধার তীব্র ভাষায় কমিউনিষ্ট সরকারকে আক্রমন করেন৷ তিনি বলেন রাজ্যের স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি সময়ের অপেক্ষা৷
আসামের সংগঠন মহামন্ত্রী ফনীন্দর নাথ শর্র্ম বুথভিত্তিক ধারাবাহিক৷ কার্যক্রম এবং বুথকে সক্রিয় ও প্রভারীযুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন৷
উত্তর-পূর্বের সংগঠন মহামন্ত্রী অজয় জামুয়াল রাজ্যে বিজেপির অগ্রগতিকে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন আত্মতুষ্টির অবকাশের কোন জায়গা নেই৷ আমাদের অন্তিম লক্ষ্য রাজ্যে সরকার পরিবর্তন, সর্বভারতীয় নেতৃবৃন্দ সমস্ত রকমের সহযোগীতা করতে প্রস্তুত৷