শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া সেক্টরে পাকিস্তানি নাগরিককে পাকড়াও করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| ধৃত পাক নাগরিকের নাম হল আজহার (৩০)| বিএসএফ আধিকারিকদের অনুমান, ধৃত পাক নাগরিক মানসিকভাবে অসুস্থ হতে পারে| শুক্রবার কাঠুয়া সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসে সীমান্ত রক্ষী বাহিনীর| সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেই অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ জানায় বিএসএফ| এরপরই পাকড়াও করা হয় আজহার নামে ওই পাক নাগরিককে|
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের পরাগওয়াল এলাকায় এক পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করল ভারতীয় সেনা| নিহত পাক অনুপ্রবেশকারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি|
2017-02-24