ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা যাবে না, হামলায় মন্তব্য মনোজ তিওয়ারির

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা যাবে না।মুম্বইতে তাঁর উপর হামলার ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। মারধরের ঘটনায় মুখ খুলে শুক্রবার তিনি বলেন, এটি একটি কাপুরুষোচিত ঘটনা।
গতকাল মুম্বইতে বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে ঘিরে ধরে বিরোধী দলের সদস্যরা। তাঁর গাড়ির লুকিং গ্লাসও ভেঙে দেয় আক্রমণকারীরা। মনোজবাবু বলেন, “গতকালের ঘটনা ঘটিয়ে বিরোধীরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তারা আমার গাড়ির কাঁচও ভেঙে দেয়।”
এই ব্যাপারে পরে তিনি টুইট করেন, “ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। বিরোধীদের ভুল কাজের সমালোচনা করবই আমি। মুম্বইয়ে প্রচার থেকে আমাকে সরিয়ে রাখতেই এই আক্রমণ চালানো হয়েছে।”