ম্যানিলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফিলিপিন্সে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫| আহতের সংখ্যা ৯০ জনের কাছাকাছি| শুক্রবার রাত ১০ টা নাগাদ ফিলিপিন্সের সুরিগাও শহরের উত্তরে জোরালো কম্পন অনুভূত হয়| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫| এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি কম্পন অনুভূত হয়| তবে সুনামির কোনও সতর্কতা নেই বলে জানিয়েছিল ফিলিপিন্স প্রশাসন|
2017-02-11