নোট বাতিল ইস্যুতে ডিএম ও এসডিএম অফিস ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস

congনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ নোট বাতিল ইস্যুতে আগামী ৫ জানুয়ারি জেলা শাসক ও মহকুমা শাসক অফিসগুলিতে ঘেরাও আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস দল৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিল ঘোষণা করায় দেশের অর্থনৈতিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গোটা দেশজুড়ে মন্দা দশা চলেছে৷ ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন৷ কেন্দ্রীয় সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য আগামী ৫ জানুয়ারি রাজ্যের সর্বত্র জেলা ও মহকুমা শাসক অফিসে ঘেরাও আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *