নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজে বিজেপি নেতা মন্ডল সভাপতি চানমোহন ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হয়৷ এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুনির্দিষ্ট কিছু তথ্য তুলে ধরা হয়৷ অবিলম্বে এবিষয়েপ্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণের জন্য বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপ দাবি করেছেন৷
2016-12-31