ত্রিপুরায় পালিত হল বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস, উপস্থিত ছিলেন দীপু মনি

deepu-maniআগরতলা ৩০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় পালিত হল বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস | শুক্রবার রাজধানী আগরতলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেদেশের শাসকদল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য তথা প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি| রাজ্যের একটি পত্রিকার উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়|
এই অনুষ্ঠানে যোগ দিতে এদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তিনি ত্রিপুরা রাজ্যে পৌঁছান| সীমান্তে তাকে ফুল দিয়ে স্বাগত জানান- আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত উপ হাই কমিশনার মহম্মদ সাখাওয়াত হোসেন, পত্রিকার সম্পাদক শান্তনু ভট্টাচার্য্য শর্মা প্রমুখ|
বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ডা. দীপু মনি| বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা স্মরণ করেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *