মুম্বই, ৩১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের আকোলায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে তুমুল আতঙ্ক ছড়াল| শনিবার সকালে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে| মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| আগুন ভয়াবহ রূপ নেওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি|
আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|
2016-12-31