কলকাতা, ৩০ডিসেম্বর (হি.স.) : রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের সাংসদ-বিধায়কদের হেনস্থা করা হচ্ছে| সাংসদ তাপস পালকে গ্রেফতার প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার নবান্ে সাংবাদিক সম্মেলনে বাতিল নোট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার্যকর করা হয়নি| দেশ থেকে কালো টাকা আদৌ উদ্ধার করা যায়নি| একইভাবে সাংসদ তাপস পালকে গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, সম্প্রতি দিল্লিতে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরব হয়েছেন, তাতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রেফতার করা হল তাপস পালকে| দিল্লিতে নোট বাতিলের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করার পরেই খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাংসদ সুদীপ ব্যানার্জি ও তাপস পালকে সিবিআইয়ের তরফে নোটিস পাঠানোর ঘটনা আসলে রাজনৈতিক প্রতিহিংসার পরিণতি| কিন্তু এভাবে তৃণমূলের প্রতিবাদী কণ্ঠকে আটকানো যাবে না বলে তিনি আরও জানান| পার্থ চ্যাটার্জি বলেন, সাধারণ মানুষ ৱুঝতে পারছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থা করা হচ্ছে| সাধারণ মানুষ আসল সত্যিটা ৱুঝতে পারছেন| বরং মানুষ আরও ক্ষোভে ফেটে পড়বে|
গ্রেফতার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাপস পাল গ্রেফতার হবেন, এ তো আগেই বোঝা গিয়েছিল| এই গ্রেফতারের ঘটনা খুব স্বাভাবিক| রাজ্যের মানুষ এতে খুশিই হয়েছেন| তবে এখানেই শেষ নয়| এর পরেও এক এক করে একাধিক তৃণমূলের বেশ কয়েকজন নেতা জেলে ঢুকবেন| রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা আসলে সঠিক বিচার| এবার রাজ্যের মানুষ ন্যায়বিচার পাবেন| অন্যদিকে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, মহিলাদের বিরুদ্ধে কুমন্তব্য করার পরেও যে তিনি এখনও সাংসদ হয়ে রয়েছেন, তাতেই রাজ্যের মানুষের লজ্জিত বোধ করার কথা| এর পরে কে বা কারা গ্রেফতার হন, সেটাই দেখার| ধৃত সকলের কাছ থেকেই মানুষের কষ্টার্জিত টাকা উদ্ধার করা দরকার|
2016-12-30