নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার থেকে সিপিআইএম’র রাজ্য সদর কার্যালয়ে শুরু হয়েছে দলের দুদিনব্যাপী রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক৷ বৈঠকে পলিটব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী শিবিরে রাজনীতির নয়া মেরুকরণ দলীয় নেতাদের একাংশের চারিত্রিক অধঃপতন সর্বোপরি সম্প্রতি সম্পন্ন দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনের উপনির্বাচনের ফলাফল চুলচেরা বিশ্লেষণ করা হবে রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠকে৷ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ৷ এই বৈঠক থেকে রাজ্যব্যাপী শাসক দলের দশ দফা দাবিতে আন্দোলন কর্মসূচীর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করা হবে৷ বিরোধী রাজনৈতিক দলগুলিকে মোকাবেলা করার নানা রণকৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ স্বাভাবিক কারণেই সিপিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
সদ্য সমাপ্ত বিধানসভার দুটি উপনির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনে দলের ফলাফলের ময়নাতদন্ত করা হবে৷ কোথায় ঘাটতি রয়েছে যার জন্য বিরোধী শিবিরে এতো সংখ্যায় ভোট পড়েছে এবং গেরুয়া বাহিনীকে রাজনৈতিক ভাবে কতটা চাপে রাখা যায় সেই বিষয়েও বৈঠকে আলোচনা হচ্ছে বলে খবর৷ তাছাড়া বেশ কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের যে কালিমা লেপন হয়ে তা নিয়েও আলোচনা হচ্ছে৷
2016-12-30