নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার সরকারী কর্মচারীদের জন্য আরও ৫ শতাংশ ডি এ ঘোষণা করেছে৷ আজ মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা৷ ১ জানুয়ারী থেকে ৫ শতাংশ অতিরিক্ত ডি এ কার্যকর হবে৷ একই সঙ্গে সরকারী পেনশন প্রাপকরাও ৫ শতাংশ ডি আর পাবেন৷ ৫ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে রাজ্য সরকারী কর্মচারীদের প্রাপ্ত ডি এ-র পরিমান বেড়ে দাঁড়াবে ৮৮ শতাংশ৷ পেনশন প্রাপকদের ডি আর এর পরিমানও বেড়ে দাঁড়াবে ৮৩ শতাংশ৷ এই ৫ শতাংশ ডি এ দেওয়ার ফলে জানুয়ারী থেকে মার্চ ১৭, এই তিন মাসে অতিরিক্ত ৪২ কোটি লাখ লাগবে৷ এক বছরে লাগবে মোট ১৬৮ কোটি ৫৫ লক্ষ টাকা৷ অর্থ দপ্তরের অনুমোদনক্রমে নিয়োজিত ডি আর ডব্লিও, কন্টিনজেন্ট, হোমগার্ড(গ্রুপ -ডি) কর্মীদের ভাতা বাড়বে প্রতিদিন ৩ টাকা ৭৫ পয়সা করে৷ মান্তলি রেটেড গ্রুপ-সি কর্মীরা প্রতিমাসে অতিরিক্ত ১৯০ টাকা পাবেন৷ একইভাবে নিযুক্ত গ্রুপ-ডি প্রতিমাসে অতিরিক্ত পাবেন ১১৫ টাকা করে৷ ফিক্সড -পে (গ্রুপ-সি) কর্মচারিরা প্রতিমাসে অতিরিক্ত পাবেন ১৯০ টাকা করে এবং ফিক্সড-পে(গ্রুপ-ডি) কর্মচারিরা প্রতিমাসে ১১৫ টাকা করে পাবেন৷ অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত পার্ট টাইম ওয়ার্কাররা এখন প্রতিমাসে অতিরিক্ত ১০৮ টাকা করে পাবেন৷ এডাল্ট লিটারেসি টিচার, পার্ট টাইম ইনস্ট্রাকটার, কমিউনিটি হেলথ গাইডরা প্রতিদিন অতিরিক্ত ৩ টাকা ৭৫ পয়সা করে পাবেন৷ ৫ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে অঙ্গওয়াদী কর্মী ও হেল্পারদেরও মাসিক ভাতা বাড়বে৷ অঙ্গনওয়াড়ী কর্মীরা প্রতিমাসে অতিরিক্ত ১৯০ টাকা এবং হেল্পাররা প্রতিমাসে অতিরিক্ত ১১৫ টাকা করে পাবেন৷
আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে রিক্সা শ্রমিক যারা চক্ষুরোগে আক্রান্ত তাদের ২০০০টাকা, যারা টি বি, কিডনি, লিভার সংক্রান্ত রোগে ভোগছে তাদের ৫০০০ টাকা এবং যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের ৮০০০ টাকা করে চিকিৎসা অনুদান দেওয়া হবে৷
এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জম্মু ও কাশ্মীরে শহিদ বি এস এফ জওয়ান শম্ভু সাতমুড়ার পরিবারের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার শহীদ শম্ভু সাতমুড়ার পরিবারকে ৫ লক্ষ টাকা এক্সগ্রেসিয়া এবং তাঁর স্ত্রীকে সরকারী চাকুরী দেওয়া হবে৷ উক্ত এক্সগ্রেসিয়ায় ৫ লক্ষ টাকা শহীদ শম্ভু সাতমুড়ার মা-কে প্রদান করা হবে৷ একইভাবে জম্মু ও কাশ্মীরের নাগরোটাতে শহীদ সেনাবাহিনীর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার পরিবারকে ৫ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে সরকারী চাকুরী দেওয়া হবে৷
এছাড়াও সিদ্ধান্ত হয়েছে আগরতলা পুর নিগমের ১০টি ওয়ার্ডের ১০টি ওয়ার্ড সেক্রেটারি শূন্য পদে লোক নিয়োগ করা হবে৷ এছাড়াও এস সি ই আর টি-র অধিকর্তা পদে রতীশ মজুমদারকে ১ বছরের রিএমপ্লয়মেন্টের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে৷
2016-12-29