BRAKING NEWS

ভোটার স্লিপে বড়সড় রদবদল করতে চলেছে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : জালিয়াতি রুখতে ভোটার স্লিপে বড়সড় রদবদল করতে চলেছে নির্বাচন কমিশন| আর আগের মতো চিরকুট নয়| ভোটার স্লিপ হিসেবে দেওয়া হবে উন্নত মানের এ-ফোর সাইজের কাগজে ছাপা ভোটদাতার বিস্তারিত তথ্য| থাকছে ৱুথের অবস্থানের ছবি|
আগামী বছর উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড, মনিপুর, পঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচন হচ্ছে| ওই নির্বাচনেই নতুন ধরনের স্লিপ ব্যবহার করা হবে| এনিয়ে ওই পাঁচ রাজ্যকে জানিয়েও দেওয়া হয়েছে| ভোটার স্লিপ হবে এ-৪ সাইজের কাগজে | থাকবে ছবি ও ভোটারের বিস্তারিত তথ্য| ভোটদাতার ছবি হবে আরও বড় ও স্পষ্ট | গুগল ম্যাপ অনু্যায়ী ৱুথের অবস্থান কোথায় হবে, থাকবে সেই ছবিও| স্লিপের পেছনের দিকে থাকবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *