প্রধানমন্ত্রীর ভুল নীতির ফলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ হয়রানির শিকার ঃ তপন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর৷৷ কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধুনো করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী৷ প্রধানমন্ত্রী ভুল নীতির ফলে আজ ভারতবর্ষের কোটি কোটি মানুষ হয়রানির শিকার৷ অনেক সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে গেছে৷ এই সরকার টিকে থাকলে ভারতবাসী আর অনেক বিপাকে পড়বে আগামীদিন তার প্রমাণ এখন থেকে পেতে শুরু করেছেন ভারতবাসী৷ আজ সিপিআইএম কৈলাসহর গৌরনগর অঞ্চল কমিটির উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় গৌরনগর বাজারে৷ দ্রব্যমূল্য রোধে বেকারদের কর্মসংস্থান, কর্পোরেটদের ৮-৫ লক্ষ কোটি টাকা ঋণ আদায়, রেগায় ২০০ দিন মজুরি ৩০০ টাকা বাড়ানো সহ ১০ দফা দাবির উপর আজ বনেহর থেকে চিরাকোটি  পর্যন্ত দশ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ দশ কিলোমিটার পদযাত্রার পর গৌর নগর সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘ এই আলোচনা করেন মন্ত্রী তপন চক্রবর্তী৷ আজ দশ কিলোমিটার পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, বিভাগীয় সম্পাদক লক্ষণ কর, বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্ব রূপগোস্বামী প্রমুখ৷ কৈলাসহর তথা  ঊনকোটি জেলায় এই রকম অঞ্চল ভিত্তিক পদযাত্রা শুরু হয়েছে বেশ পূর্ব থেকে৷  এর মধ্যে একটি পদযাত্রায় অংশ নেন সিপিআইএম  রাজ্য সম্পাদক বিজন ধর৷ প্রতিটি পদযাত্রায় হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *