ইংরেজী নববর্ষ ২০১৭ উপলক্ষে রাজ্যবাসীকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্যপাল তথাগত রায় ইংরেজী নববর্ষ ২০১৭ এর প্রাক মুহুর্তে ত্রিপুরাবাসীকে এক শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন৷ শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন,শ্রেণী ধর্ম নির্বিশেষে নতুন বর্ষ উদযাপিত হয় এক সাংসৃকতিক ঐক্যের দিন হিসাবে৷ তিনি আন্তরিক ভাবে আশা করেছেন নতুন বর্ষ -২০১৭ শান্তি ও সম্প্রীতি বয়ে আনবে এবং রাজ্যের দ্রুত উন্নয়নে ভূমিকা নেবে৷ এই দিনে আমাদের প্রতিজ্ঞাবন্ধ হতে হবে যে, আমরা আমাদের ঐতিহ্যবাহী সম্প্রীতিকে রক্ষা করবো এবং শান্তি সমৃদ্ধির কাজে নিজেদের নিয়োজিত করবো৷ নতুন বর্ষ-২০১৭ রাজ্যবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন৷
নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসীকে এক শুভেচ্ছা বার্তায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অতিবাহিত বছরটি ছিল অস্বাভাবিকতা, অস্থিরতা ও অনিশ্চয়তায় ভরা৷ এই জটিল ও অনাকাঙ্খিত অবস্থার অবসান আবশ্যক৷ এরজন্য প্রয়োজন যার যার অবস্থান থেকে আমাদের সদর্থক কার্যকরী ভূমিকা গ্রহণ৷ এই লক্ষ্যে আমাদের উৎসাহিত অনুপ্রাণীত ও সাহসী হতে নতুন বছর সাহায্য করবে এটাই প্রত্যাশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *