আজ মৌলবী বাজারে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর৷৷ বাণিজ্য সংক্রান্ত আলোচনা ও ভারত-বাংলাদেশ মৈত্রীক উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মৌলবী বাজারে৷ এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বাংলাদেশে যাচ্ছে  রাজ্যের বাণিজ্য মন্ত্রী  তপন চক্রবর্তী এবং আসাম, পশ্চিমবাংলা মণিপুর সহ উত্তরপূর্বাঞ্চলের  আরো দুয়েকটি রাজ্যের বাণিজ্যমন্ত্রী যাবার কথা রয়েছে৷ আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনেক আলাপ আলোচনা হবে৷ এই বিশাল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য কৈলাসহর থেকে বেশ কয়েকজন সাংবাদিক বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী মৌলবী বাজারে যাচ্ছেন৷ সংবাদ সংগ্রহের জন্য জাগরণ পত্রিকার কৈলাসহরের প্রতিনিধি মহম্মদ আজির মিয়া, কৈলাসহরের প্রেস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক  মোহিত পাল, প্রণেন্দু চৌধুরী সহ অনেক সংবাদপ্রতিনিধি কাল মৌলবী বাাজারে পৌঁছবেন৷ মৈত্রীক উৎসব শুরু হবে আগামীকাল দুইদেশের জাতীয় পতাকা উত্তোলন, দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী  তপন চক্রবর্তী৷ তিনদিনের এই অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপূর্বাঞ্চলের রাজ্য থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা যেতে শুরু করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *