নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ ডিসেম্বর৷৷ সোনামুড়ার আনন্দপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর৷ শিশুটির নাম ইরফান হুসেন৷ জানা যায়, সে তার জ্যাঠতুতো ভাইয়ের সঙ্গে খেলা করছিল৷খেলা করার সময়ই শিশুটি পাশের পুকুরের জলে পড়ে যায়৷ কিছুক্ষণ পর শিশুটির জ্যাঠতুতো ভাইয়ের কাছে পরিবারের লোকজনরা তার খোঁজ করলে সে জানায় ভাই পুকুরের জলে পড়ে গেছে৷ ততক্ষণে চৈতন্য ফেরে পরিবারের লোকজনদের৷ পুুকুরে গিয়ে তল্লাশি চালিয়ে ডুবন্ত দেহটি উদ্ধার করা হয়৷ শিশুটিকে উদ্ধার করে কমলনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ততক্ষণে সে বেঁচে নেই৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ তার মা-বাবা আত্মীয়পরিজন শোকে পাথর হয়ে গেছেন৷
2016-12-28