নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ সোমবার বামুটিয়া এস সি মোর্চার সভাপতি গণেশ মন্ডলে র উদ্যোগে বামুটিয়ার রাঙ্গুটিয়ার রঞ্জিত পাঠশালা সুকল মাঠে পঞ্চায়েত সদস্য রঞ্জিত দত্তে র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শাসকদল ও তৃণমূল কংগ্রেস , কংগ্রেস দল ছেড়ে ৩০ পরিবারের ১৬০ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হন৷ দলত্যাগকারী পরিবার গুলিকে দলে বরণ করে নেয়, সভার মুখ্য অতিথি তথা রাজ্য বিজেপি দলের সহ সভাপতি সুবল ভৌমিক৷ দলত্যাগ কারী পরিবার গুলির মধ্যে উল্লেখ যোগ্যরা হল অমর চাঁদ সরকার ,সুধীর সরকার, সুশীল সাহা , রতন বিশ্বাস, স্বদেশ শীল, হরিদুলাল শীল, পরিমল শীল, ননী সূত্রধর, নারায়ণ দাস, গোপাল দাস, স্বপন দেব, গৌর রায়, বিশ্বজিত ভীল সুকর্ণ ভৌমিক৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক সুদর্শন পাল, এস বি মোর্চা রাজ্যসভাপতি তাপস কুমার দাস, রাজ্য সম্পাদক টুটন দাস, প্রিয়লাল দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণধন দাস, মন্ডল কমিটির সদস্য নারায়ণ সাহা, বিপ্লবী সাহা সহ অন্যান্যরা৷ দলত্যাগকারী পরিবার গুলির বক্তব্য হল মোদি সরকারের স্বচ্ছ ভারত গড়বে লক্ষ্যে ও দুর্নীতিমুক্ত ভারতের জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন৷ এসসি মোর্চার উদ্যোগে অচিরেই বামুটিয়া থেকে বহু পরিবার বিজেপি দলে সামিল হবে৷ সভায় জনগণর উপস্থিত ছিল লক্ষণীয়৷
দলের কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে দলীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে গতকাল রাতে কমলপুর মহকুমা খাটি বিমানবন্দর চৌমুহনী এলাকায় একসভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি টিংকুরায়, কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, দলের জেলাস্তরের নেতা উত্তম অধিকারী, শ্যামলপাল সহ স্থানীয় নেতৃবৃন্দ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, বিজেপি দলে যোগদানের হিরিক চলেছে৷ এই দলে আসতে সারেন্ডার এর কোন প্রয়োজন নেই৷ সৎ সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান রাখেন প্রধানমন্ত্রীকে দেশ গড়ার কারিগরে সামিল হওয়ার জন্য৷ অন্য দিকে প্রধান বক্তার ভাষণে বিজেপি দলের যুবমোর্চার রাজ্য সভাপতি টিংকু রায় বলেন— জোট জমানার ইতিহাস তুলে এবং সন্ত্রাস করে সিপিআইএম দল রাজ্যে টিকে রয়েছে৷ আমরা ভয় দেখিয়ে রাজনীতি করিনা৷ আমরা কথা দিলে কথা রাখি ৷ আসাম রাজ্য তার প্রকৃষ্ট উদাহরণ৷ এই রাজ্যে অঙ্গনওয়াড়ী কর্মীদের রেগুলার করেছি, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে এখানে আমরা ক্ষমতায় এলে অঙ্গনওয়াড় কর্র্মীদের রেগুলার করব, কর্মচারীদেগর ন্যায্য পাওনা মিটিয়ে দেব৷ উল্লেখ্য, এদিন এলাকার কাইমাইছড়া গ্রামে ৯০ পরিবার দলে যোগ দেয় বলে দাবী করেন বিজেি নেতা উত্তম অধিকারী৷
2016-12-28