দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর

narendra-modiনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর৷৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঐ সময়সীমা সমাপ্ত হওয়ার ৭২ ঘন্টা আগে দেশের অর্থনীতির পরিস্থিতির পর্যালোচনা করতে বসছেন তিনি৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নীতি আয়োগের ১৫ জন অর্থনীতিবিদের সাথে বৈঠক করবেন৷ জানা গেছে, আগামীকাল আর্থিক নীতির সংস্কার, সামনের রাস্তা এই থিমের ওপর আলোচনা হবে৷ জানা গেছে, ১৫ জন আমন্ত্রিত বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর সামনে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে নিজেদের মতামত প্রকাশ করবেন৷ ধারণা করা হচ্ছে, এই বৈঠকের ওপর নির্ভর করেই আগামীদিনে দেশের আর্থিক ক্ষেত্রে সিদ্ধান্ত কি নেওয়া উচিত সে বিষয়ে ভেবে দেখবে কেন্দ্রীয় সরকার৷
চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি মার খেতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের৷ চলতি মাসের গোড়ার দিকে খোদ রিজার্ভ ব্যাঙ্ক তাদের আর্থিক পলিসি রিভিউ করে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৭৬ শতাংশ থেকে কমিয়ে ৭১ শতাংশ দাঁড়াতে পারে বলে জানিয়েছে৷ আর্থিক কার্যকলাপের ওপর নগদে ঘাটতির প্রভাবে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার আগের নির্ধারিত ৭৪ শতাংশ থেকে ৭২ শতাংশে নামিয়ে এনেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক৷
ফলে, দেশের উদ্ভূত আর্থিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ এবং অর্থনীতিবিদদের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার৷ সে কারণেই, আগামীকাল নীতি আয়োগের বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে দেশের আর্থিক পরিস্থিতি আগামীদিনে কোন পর্যায় পৌঁছাতে পারে তা মেপে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৫০ দিনের ঘোষিত সময়সীমার সমাপ্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সময়সীমা সমাপ্ত হওয়ার পর প্রধানমন্ত্রী দেশের কাছে নতুন করে বিমুদ্রাকরণ ইস্যুতে কি উপস্থাপন করেন সেটাই দেখতে চাইছে বিরোধীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *