নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর৷৷ নোট বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগানোর জন্য বিরোধীরা যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের পথে ছিলেন সেই বিরোধী জোটে ফাটল দেখা দিয়েছে৷নোট বাতিলের বিরোধী হলেও কংগ্রেসের সঙ্গে যৌথ প্রতিবাদে সায় নেই৷ তাই কংগ্রেসের ডাকা যৌথ সভা ও সাংবাদিক বৈঠেকও থাকছে না এনসিপি, জেডিইউ, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং সিপিএম৷ সংসদে এককাট্টা লড়াইয়ের পরে আগামীকাল সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যৌথ সভা ও সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ধন্যবাদ জানিয়ে সেই প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে এই পাঁচ দলই৷ সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সংসদে এক সুরে মোদীর বিরোধিতা করার মানেই কিন্তু এক সঙ্গে আন্দোলন করা নয়৷ পথে নেমে আন্দোলনের জন্য একাধিক রাজনৈতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছনো দরকার৷ কংগ্রেসের সঙ্গে তেমন রাজনৈতিক কোনও সমীকরণ তৈরি হয়নি৷ তাই এখনই সংসদের বাইরে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে নামার মানে হয় না৷ এই ধরনের বিরোধী জোটের সাফল্য নির্ভর করে দলগুলির বোঝাপড়ার ওপর৷ এক্ষেত্রে আগে থেকে তেমন কোনও আলোচনাই হয়নি৷
কংগ্রেসের সঙ্গে যাওয়ার বিষয়টি কিছুটা এড়িয়ে গিয়েই জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন, এখনও ওই সভার বিষয়বস্তুই দলের কাছে পরিস্কার নয়৷ আগে আলোচনার বিষয়গুলি জানতে হবে৷ তার পরেই তাঁর দল সিদ্ধান্ত নেবে৷ জেডিইউ প্রথম থেকে নোট বাতিলের সিদ্ধান্তের পাশে থাকলেও, শেষ পর্যন্ত প্রয়োগরীতি নিয়ে মোদীর সমালোচনা করতে ছাড়েননি নীতীশ কুমার৷ তাই নোট বাতিলের বাাকি বিরোধীদের সঙ্গে জেডিইউএড মিল নেই৷ এভাবে তো জোট হয় না, মত ত্যাগীর৷ নোট বাতিলের বিরুদ্ধে হলেও সংসদের বাইরে আন্দোলনে সহমত না হওয়ায় কংগ্রেসের ডাকে সাড়া দিল না এনসিপিও৷
কেন্দ্রের নোট বাতিলের বিরোধিতায় সোমবার বিকেলে তৃতীয়বার রাজধানীতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোট ইস্যুতে সোনিয়া গান্ধীর ডাকে বিজেপি-বিরোধী বৈঠকে যোগ দেওয়াই মূল উদ্দেশ্য তাঁর৷ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের৷ মঙ্গলবার সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যৌথ সভা ও সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করেছিলেন সোনিয়া গান্ধী৷ তবে নোট বাতিল নিয়ে কংগ্রেসের সঙ্গে যৌথ প্রতিবাদে থাকছে না এনসিপি, জেডিইউ এবং সিপিএম৷ সংসদে এককাট্টা লড়াইয়ের পরে আগামী কাল না, ধন্যবাদ জানিয়ে সেই প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে এই তিন দল৷ তবে এই মুহুর্তে কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্ক বেশ ভাল৷ তাই মমতার সঙ্গে সোনিয়ারাহুলের বৈঠকে নিঃসন্দেহে অন্যমাত্রা যোগ করবে৷ যদিও সোমবার দিল্লি পৌঁছে মমতা বলেছেন, এখনই নোট বাতিল নিয়ে নতুন করে কোনও কথা বলব না৷ মঙ্গলবার বৈঠকের পরেই যা বলার, বলব৷ তবে শোনা যাচ্ছে মমতার সঙ্গে একই মঞ্চে থাকার অস্বস্তি এড়াতে সিপিএমের পক্ষ থেকে বাংলার কেউ বৈঠকে থাকছেন না৷
সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সংসদে এখ সুরে মোদীর বিরোধিতা করার মানেই কিন্তু এক সঙ্গে আন্দোলন করা নয়৷ পথে নেমে আন্দোলনের জন্য একাধিক রাজনৈতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছনো দরকার৷ কংগ্রেসের সঙ্গে তেমন র রাজনৈতিক কোনও সমাকরণ তৈরি হয়নি৷ তাই এখনই সংসদের বাইরে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে নামার মানে হয় না৷
2016-12-27