নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ ডিসেম্বর৷৷ রবিবার কমলাসাগরে পিকনিক স্পটগুলিতে উপচে পড়া ভিড়৷ কমলাসাগরে পিকনিক করতে এসে এক টিএসআর জওয়ান ও পুলিশের মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ শেষ পর্যন্ত ঐ জওয়ানকে গারদে পুড়েছে পুলিশ৷ টিএসআর জওয়ান লিটন দাস ৮ম ব্যাটেলিয়ানে কর্মরত৷ বাড়ি তেলিয়ামুড়া গামাইয়া পাড়াতে৷ সংবাদ সূত্রে জানা যায় লিটন দাস তার পরিবার নিয়ে কমলাসাগরে বনভোজন করতে যাওয়ার পথে কমলাসাগরস্থিত নতুন কলোনির রাস্তার মুখে মধুপুর থানার এসআই সাধন দাস পুলিশ নিয়ে পিকনিক পার্টির গাড়িগুলিতে তল্লাশি করে৷ টিএসআর লিটন দাসের গাড়িটিকে তল্লাশি করে কিছু বিলেতি মদ উদ্ধার করে পুলিশ৷ তখন লিটন মধুপুর থানার এসআই সাধন দাসকে অনেক অনুরোধ করে বিলেতি মদগুলিকে ছেড়ে দেওয়ার জন্য৷ সাধন দাস বিলেতি মদগুলিকে ছাড়তে নারাজ৷ তা নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়৷ ধাক্কাধাক্কি থেকে শুরু হয় দুজনের মধ্যে মারধর৷ ঘটনাস্থলে কমলাসাগর রাস্তায় কর্মরত শ্রমিকরা ছুটে আসে৷ পড়ে মধুপুর থানার ওসি দেবব্রত বিশ্বাস কমলাসাগর তারাপুর হাটের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে আসে৷ টিএসআর লিটন দাসকে সেখান থেকে তুলে নিয়ে আসে৷ মধুপুর থানায় নিয়ে এসে তার কাছ থেকে ৮২০ টাকা, মোবাইল সেট রেখে লিটন দাসকে থানার লকআপে ঢুকিয়ে দেয়৷ এই ঘটনা নিয়ে কমলাসাগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ একজন আইনের রক্ষক হয়ে বেআইনীভাবে বিলেতি মদ পিকনিক স্পটে নিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো বিস্ময়ের৷
2016-12-26