নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের সঙ্কট অব্যাহত৷ এখানো রাজধানী আগরতলাতে বেশ কিছু পাম্পে গ্রাহকদের পেট্রোল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে৷ শনিবারের পর রবিবার পেট্রোল পাম্পে একই চিত্র৷ এদিকে গোটা রাজ্য যখন বড়দিনের আমেজে মশগুল তখন পেট্রোল সঙ্কটের কারণে বাইক ও অন্যান্য যান চালকরা রীতিমতো দিশেহারা অবস্থায়৷ রবিবার সকাল থেকে দুর্গাবাড়ি সংলগ্ণ পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ ঘন কুয়াশার মধ্যেই লাইনে হাজির ছিলেন যান চালকরা৷
এইদিকে আইওসির ধর্মনগরস্থিত তেল ডিপো থেকে গত রবিবার পেট্রোল, ডিজেল ইত্যাদি সরবরাহ করা হয়নি কারণ রবিবার ডিপোতে ছুটি৷ খবরের সূত্রে জানা গিয়েছে গত সোমবার থেকে লামডিংস্থিত সরবরাহ কেন্দ্র থেকে মণিপুর, নাগাল্যান্ডে তেল সরবরাহ শুরু হয়েছে৷ সেই ক্ষেত্রে অবশ্য সুফল পাবে ত্রিপুরা৷ কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ গত সপ্তাহে ধর্মনগর ডিপো সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিপো থেকে মোট ৬৫ টি তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছাড়া হয়েছে৷ তেল সঙ্কট নিয়ে আইওসির ধর্মনগরস্থিত ডিপো ম্যানেজার অমিতাভ চৌধুরীর দাবি সমস্যা নিরসনের জোর প্রচেষ্টা চলছে৷ খুব তাড়াতাড়ি এর ফলও পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছিলেন ডিপো ম্যানেজার৷
এদিকে, পেট্রোল সংকটের পেছনে মণিপুরে চলমান হিংসাত্মক ঘটনা অনেকাংশেই দায়ি বলে জানা গিয়েছে৷ এদিকে, গত কুড়ি দিন যাবত রাজ্যে পেট্রোলের সঙ্কট চলছে৷ অনেক পাম্পেই ‘পেট্রোল নেই’ বা ‘নো পেট্রোল’ বোর্ড ঝুলিয়ে রাখা হয়৷ অনেক সময় দেখা যাচ্ছে পেট্রোলের জন্য তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পেট্রোল শেষ হয়ে যাওয়ায় ব্যর্থ মনোরথে বাড়ি ফিরছেন ক্রেতারা৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোন সদর্থক ভূমিকা পালন করা হচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ৷ যদিও একটি সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব পেট্রোল সঙ্কট নিয়ে আইওসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং দ্রুত পেট্রোল সঙ্কট নিরসনের জন্য উদ্যোগ নিতে বলেছেন৷ প্রসঙ্গত, মাস কয়েক আগে রাজ্যে পেট্রোলের সঙ্কট দেখা দিয়েছিল৷ এনিয়ে গোটা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরী হয়৷ পরে রাজ্য সরকার পেট্রোলে রেশনিং ব্যবস্থা চালু করেছিল৷ পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল৷ এবারেও কি সেই পেট্রোল সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে৷ এনিয়ে উদ্বিগ্ণ তথ্যাভিজ্ঞ মহল৷
2016-12-26