নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): পাটিয়ালা হাউস কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন চপার দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী| জামিনের শর্ত হল, দিল্লি ছাড়তে পারবেন না তিনি| এমনকি সাক্ষীদের সঙ্গে যোগাযোগও রাখতে পারবেন না| ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এস পি ত্যাগী| চলতি মাসের ১০ তারিখ ত্যাগীর সঙ্গেই গ্রেফতার হন তাঁর তুতো ভাই সঞ্জীব ত্যাগী এবং আইনজীবী গৌতম খৈতান| তাঁদের যদিও বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত| আগামী ৪ জানুয়ারি তাঁদের জামিনের আবেদন শুনবে আদালত|
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় বায়ুসেনা প্রধানের পদ সামলেছেন এস পি ত্যাগী| সেই সময়েই ভিভিআইপিদের জন্য ১২টি কপ্টার কেনার বরাত দেওয়া হয় ইটালির অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থাকে| অভিযোগ, নিজের ক্ষমতার অপব্যবহার করে ইটালির ওই সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছিলেন ত্যাগী| এজন্য কপ্টার কেনার মাপকাঠিতেই কিছু অদলবদল করেছিলেন| ইটালির আদালত তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলে| যদিও ত্যাগীর দাবি, অন্যান্য দফতরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়| ২০১৪ সালে গোটা বিষয়টি ফাঁস হয়| ঘুষ দেওয়ার অভিযোগে ধরা পড়েন অগাস্টা ওয়েস্টল্যান্ড-এর অভিভাবক সংস্থা ফিনমেকানিকার সি ই ও গিসেপ ওরসি| তার পরেই বাতিল হয় এই চপার চুক্তি|