নভসারি (গুজরাট), ২৩ ডিসেম্বর (হি.স.): গুজরাটের নভসারিতে ৮ নম্বর জাতীয় সড়কে ট্রাক ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন| বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনায় মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৮ নম্বর জাতীয় সড়কে প্রাইভেট গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| সংঘর্ষ হওয়া মাত্রই দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি| ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন| দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে|