রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধর্ণা বিক্ষোভ সিট্যুভুক্ত শ্রমিকদের

cituনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ নোট বাতিলের প্রতিবাদে এবার সোচ্চার হল সিট্যু৷ চা বাগাম শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের এনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখার সামনে বিক্ষোভ ও ধর্না সংগঠিত করা হয়৷ এর আগে শ্রমিকদের এক মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে এসে সমবেত হয়৷ এখানে ধর্না চলাকালে বক্তব্য রাখেন সিট্যু নেতা সমর চক্রবর্তী, পীযূষ নাগ  সহ অন্যান্যরা৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রিজার্ভ ব্যাঙ্কের শাখা অফিসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেন৷ এ উপলক্ষ্যে আয়োজিত ধর্না কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে সিট্যু নেতা সমর চক্রবর্তী বলেন, কেন্দ্রীয়  সরকার নোট বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে দেশের অর্থনৈতিক অবস্থার উপর মারাত্মক আঘাত এসেছে৷ পর্যাপ্ত সংখ্যায় নতুন নোট না এনেই পুরানো নোট বদলের সিদ্ধান্ত গ্রহণ করায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন শ্রমিক, মেহনতি ব্যবসায়ী সহ অন্যান্য অংশের মানুষজন৷ শ্রমিকরা কাজ করেও টাকার অভাবে মজুরি পাচ্ছেন না৷ তাতে তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে৷ দেশের বিভিন্ন স্থানে কলকারখানা বন্ধ হয়ে পড়তে শুরু করেছে৷ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন৷  পর্যাপ্ত পরিমাণ নোট না আসা পর্যন্ত পুরানো নোট চালু রাখার জন্যও তারা  দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *