রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের সঙ্কট অব্যাহত৷ এখানো রাজধানী আগরতলাতে বেশ কিছু পাম্পে গ্রাহকদের পেট্রোন সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে৷ শনিবার, রবিবারের পর সোমবার পেট্রোল পাম্পে একই চিত্র৷ এইদিকে আইওসির ধর্মনগরস্থিত তেল ডিপো থেকে রবিবার পেট্রোল, ডিজেল ইত্যাদি সরবরাহ করা হয়নি কারণ রবিবার ডিপোতে ছুটি৷ ফলে, শনিবার সরবরাহ হওয়া জ্বালানি তেলই সোমবার পর্যন্ত বিভিন্ন পাম্পের ভরসা৷ খবরের সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে লামডিংস্থিত সরবরাহ কেন্দ্র থেকে মণিপুর, নাগাল্যান্ডে তেল সরবরাহ শুরু হয়েএছ৷ সেই ক্ষেত্রে অবশ্য সুফল পাবে ত্রিপুরা৷ তবে তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত৷ ধর্মনগর ডিপো সূত্রে জানা গিয়েছে, শনিবার ডিপো থেকে মোট ৬৫ টি তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছাড়া হয়েছে৷ তেল সঙ্কট নিয়ে আইওসির ধর্মনগরস্থিত ডিপো ম্যানেজার অমিতাভ চৌধুরীর দাবি সমস্যা নিরসনের জোর প্রচেষ্টা চলছে৷ খুব তাড়াতাড়ি এর ফলও পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন ধর্মনগর ডিপো ম্যানেজার৷