চুরি যাওয়া বাইক উদ্ধার গন্ডাছড়ায়

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার ভগীরথ পাড়ার জঙ্গল থেকে একটি চুরি যাওয়া  বাইক উদ্ধার করেছে পুলিশ৷ বাইকটির নম্বর টিআর০৪-৭৭৫৭৷ গতকাল রাতে গন্ডাছড়ার সাবজোনাল অফিসের কোয়াটার থেকে বাইকটি চুরি হয়েছিল৷ মালিকের নাম উত্তম দেববর্মা৷ সোমবার সকালে বাইকের মালিক এব্যাপারে গন্ডাছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর পুলিশ বাইক উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে৷ সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ৷ তারা হল জুপেন রিয়াং ও কিশোরকুমার জমাতিয়া৷ তাদের বাড়ি ভগীরথ কলোনি৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাফল্য পেয়েছে পুলিশ৷ তারা বাইক চুরির দায় স্বীকার করেছে৷ তাদের স্বীকারোক্তিমূলে জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করা হ য়েছে৷ দুজনকেই আদালতে সোর্পদ করা  হয়৷ আদালত থেকে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *