খয়েরপুরে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে জেলা শাসক সকাশে বিজেপি

bjpনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ খয়েরপুর বাজারের উচ্ছেদকৃত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পনর্বাসনের দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের দ্বারস্থ হল বিজেপি৷ বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি তুলে দেন৷ ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক বলেন খয়েরপুর বাজারটি প্রাচীনতম বাজার৷ এই বাজারের উপর নির্ভর করে বহু ব্যবসায়ী পরিবার বেঁচে আছে৷ ১০০’র বেশি দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, আসাম-আগরতলা জাতীয় সড়ক চার লেন করার তাগিদেই রাস্তার দুপাশের দোকানপাট, বাড়িঘর ও অন্যান্য নির্মাণ ভেঙ্গে দেওয়া  হচ্ছে৷ খয়েরপুর বাজারটি তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়৷ বাজারের বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীর দোকানপাট ভেঙ্গে দেওয়ার ফলে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন৷ বিজেপির পক্ষ থেকে এসব ব্যবসায়ীদের পুনর্বাসন ও বিকল্প স্থান  সংকুলনের ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছিল৷ কিন্তু এবিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ গত কিছুদিনের মধ্যে তিনবার মহকুমা শাসকের কাছে এবিষয়ে দাবি জানিয়েছে বিজেপি৷ কিন্তু তাতে কোন সাড়া মিলেনি৷ সে কারণেই বাধ্য  হয়ে সোমবার জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপির নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *