কৈয়াঢেপায় উপনির্বাচনে সিপিএমের জমজমাট প্রচার

cpim-electionনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ ডিসেম্বর৷৷ সোমবার সর্বশেষ প্রচারে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতের উপনির্বাচনে৷ এদিন চারটায় সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচার প্রক্রিয়া শেষ হল শান্তিপূর্ণভাবে কমলাসাগর বিধানসভার কেন্দ্রের কৈয়াঢেপা ও কমলাসাগর পঞ্চায়েতের উপনির্বাচনের শেষ লগ্ণে বামেদের জনঢল দেখা গেল৷ সোমবার দুটো থেকে সুরু হয় সিপিআইএমএর কৈয়াঢেপা  পঞ্চায়েত উপনির্বাচনের প্রচার সিপিআইএম’র রোডশো মিছিল করা হয়৷  মিছিলটি কৈয়াঢেপা বাজারে একটি নির্বাচনী স ভা করে৷ এই সভায় সভাপতিত্ব করেন  স্থানীয় সিপিআইএম’র কর্মী সুধীর দাস৷ এছাড়া উপস্থিত ছিলেন সিপিএমআই’র মহকুমার কমিটির সদস্য হরিশংকর দেবনাথ সহ আরো অনেকে৷ এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ২১ ডিসেম্বর রাজ্যের পঞ্চায়েতগুলির উপনির্বাচন হতে চলেছে৷  কমলাসাগর বিধানসভার কেনেদত্মরর ২টি পঞ্চায়েতের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করে৷ বলেন রাজ্যে একমাত্র বামফ্রন্টই উন্নয়ন করতে পারে৷ রাজ্যের উন্নয়নে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে অনেক এগিয়ে আছে ত্রিপুরা৷ গরিব অংশের মানুষের স্বার্থে কাজ করছে রাজ্যের বামফ্রন্ট সরকার৷ তাই রাজ্যের জনগণ উন্নয়নের পক্ষে৷ আজ নির্বাচনের প্রচারের শেষ লগ্ণে এলাকার জনগণ বুঝিয়ে দিতে চাইছে যে রাজ্যে একমাত্র সরকারই হবে বামফ্রন্ট৷  আজ এই এলাকার জনগণ রোডশোয়ের মাধ্যমে জনঢল দিয়ে বুঝিয়ে দিয়েছে৷  উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *