চড়িলামে শিক্ষা বিভাগীয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ ডিসেম্বর৷৷ রবিবার সকাল এগারটায় চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলঘরে এই প্রথম সিপাহিজলা জেলায় ত্রিপুরা শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব৷ প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা৷ সিপাহিজলায় জিলাধিপতি ফকরউদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অধিকর্তা গৌর গোপান দাস, এবং ডা বিথিকা চৌধুরী সহ ত্রিপুরা সরকারী কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ মল্লিক ও অন্যান্য কর্মচারী সদস্যগণ৷ এই জেলায় প্রথম শিক্ষাবিভাগীয়  অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান উৎসব৷ এই শিবিরে জেলার প্রথম রক্তদান শিবিরে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, শুধু রাজ্যের জেলাতেই নয় এই সংগঠন আগামীদিনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে রক্তদান উৎসবের আয়োজন করেছে৷ এতে সমাজের সকল অংশের মানুষ এগিয়ে এসে রক্তদান উৎসবের কর্মসূচীকে সার্থক করে তুলার আহ্বান করেন৷ যাতে রক্ত সংকট দেখা না দেয় মাথায় রাখা হয়েছে সেই বিষয়টিও৷ এই দিন রক্তদান উৎসবের শিবিরে যোগ দেন বহু শিক্ষক শিক্ষিকা এবং  ছাত্রছাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *