নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ ডিসেম্বর৷৷ রবিবার সন্ধ্যা পাঁচটায় চড়িলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের ২নং আসনের উপনির্বাচনে বুল্টি আক্তারের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় উত্তরমুড়া এলাকায়৷ জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী বুল্টি আক্তার, মন্ত্রী মণীন্দ্র রিয়াং, সিপাহিজলা জেলা কমিটির সদস্যা রেহেনা বেগম এবং চড়িলাম অঞ্চল সম্পাদক প্রদীপ দাস৷ উক্ত জনসমাবেশে ব ক্ততায় রেহেনা বেগম বলেন সারা দেশে আরএসএস নামক এক কেন্দ্রীয় সাম্প্রদায়িক দলের উৎপত্তি ঘটেছে৷ পূর্বে সিপিআইএম দল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন কি জিনিস তা জানত না৷ বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে রাস্তাঘাট ও মানুষের আত্মসামাজিক এর উন্নয়ন ঘটেছে৷ কেন্দ্রীয় সরকার টাকা বদল করে মানুষের টাকা হরণ করে শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে৷ তিনি বিপদগামী শক্তি তথা মোদির এই প্রক্রিয়াকে গ্রহণ না করার জন্য অনুরোধ করেন৷ তৃণমূল কংগ্রেস নামক দলটায় দলবদল খেলা চলছে৷ এর কোন অস্তিত্ব নেই এরা দেশের ও দলের ঐক্য বিনষ্ট করছে৷ তাদেরকে একটি ভোটও নাও দেওয়ার আহ্বান করেন৷
2016-12-19