ভষ্মিভূত বনের কঁুজি, অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে এক ব্যক্তি

fireনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ডিসেম্বর৷৷ শনিবার সন্ধ্যা ৫টায় চড়িলামের ছেচরীমাই এলাকায় খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷ এতে খরের দুটি গাদায় ভস্মীভূত হয়ে যায়৷ আগুন দেখে এক পথচারী নিভাতে গিয়ে অগ্ণিদগ্দ হয়ে যায়৷ তার নাম সন্তোষ ঘোষ (২৬) বাড়ী বিশ্রামগঞ্জ এলাকায়৷ তার চিৎকার শুনে এলাকার জনগন ছুটে আসে ঘটনাস্থলে৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে৷ ততক্ষনে আহত যুবক সন্তোষকে ফায়ার স্টেশনের কর্মীরা এবং এলাকার জনগনের আপ্রান চেষ্টায় পাঠিয়ে দেন বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে৷ এর মধ্যে দুটি খরের গাদা পুড়ে ছাই হয়ে যায়৷ বিশ্রামগঞ্জের ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিভাতে গিয়ে জলের সংকটে পড়ে৷ তখন পুনঃরায় বিশালগড় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে বিশালগড় ফায়ার সার্ভিসের জনওয়ানরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এদিকে জাতীয় সড়ক ৩০ মিনিটের জন্য পুরোদমে স্তব্ধ হয়ে যায়৷ ঘটনার খবরে জানা গেছে, আহত সন্তোষ ঘোষকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত পাঠিয়ে দেন জিবি হাসপাতালে৷ আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *