পুলিশের এসআই’র মর্মান্তিক মৃত্যু কাকড়াবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ গোমতী জেলার কাকড়াবন থানার সাব ইনস্পেক্টর শান্তনু রাউত শনিবার সকালে

পুলিশের এস আই শান্তনু রাউত৷
পুলিশের এস আই শান্তনু রাউত৷

নিজের গাড়ি ধুতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন৷ জানা গিয়েছে, কাকড়াবন থানার কোয়ার্টারে থাকতেন সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ শনিবার সকালে কোয়ার্টারের পাশেই একটি জলাশয়ের পাশে গাড়িটি জলদিয়ে পরিস্কার করার চেষ্টা করেন৷ হঠাৎ গাড়িটি পেছন দিক থেকে গড়িয়ে জলাশয়ে পড়ে যায়৷ সেই গাড়ির নীচে চাপা পড়েন পুলিশের সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ সেখানে ঐসময় অন্যকোন লোকজন ছিলেন না৷ বেশ কিছুক্ষণ পর ঐ এলাকার এক মহিলা গাড়িটিকে জলে পড়ে থাকতে দেখে কাকড়াবন থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে সাব ইনস্পেক্টরের খোঁজ করে৷ তাঁর কোয়ার্টারে গিয়েও তাকে খোঁজাখঁুজি করা হয়৷ মোবাইল ফোনে কল করা হয়৷ সুইচ অফ বলে জানায়৷ ততক্ষণে সহকর্মীরা নিশ্চিত হয়ে যান গাড়ির নীচে চাপা পড়েছেন শান্তনু রাউত৷ জলাশয় থেকে গাড়ির চাকায় চাপা পড়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়৷ ততক্ষণে প্রাণে বেঁচে নেই সাব ইনস্পেক্টর শান্তনু রাউত৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *