তিনসুকিয়া (অসম), ১৮ ডিসেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মতো প্রতিবেশী অসমের তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অঞ্চলগুলিতেও নাগা উগ্রপন্থী সংগঠন এনএসসিএন দাপাদাপি করে চলেছে। অসম ভূখণ্ডে অবাধে বিচরণকারী এনএসসিএন জঙ্গিরা জেলার লিডু থানার অন্তর্গত টিককে মাইনিং কোম্পানির দু-দুটি গাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি শূন্যে গুলি ছুঁড়ে সন্ত্রাস সৃষ্টি করেছে।
ঘটনা শনিবার সন্ধ্যারাতের। খবরে প্রকাশ, অঞ্চলের লাগোয়া পাটকাই পাহাড় থেকে এনএসসিএন-এর ছয়-সাতজনের এক দল নেমে গতকাল সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ নর্থ-ইস্ট কোল ফিল্ড (উত্তরপূর্ব কয়লা ক্ষেত্র) নিয়োজিত এএনই মাইনিং কোম্পানির টিকক সাইটে অবস্থিত ওয়ার্কশোপে ঢুকে সন্ত্রাসরাজ কায়েম করে। ওয়ার্কশোপে ঢুকে প্রথমে তারা এর কর্মচারীদের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখে ভিতরে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ফের পাহাড়ের দিকে অবাধে চলে যায়। তবে কর্মচারীদের কোনও হানি করেনি উগ্রপন্থীরা। অগ্নিসংযোগের ফলে একটি ডাম্পার পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনার সঙ্গে এনএসসিএন-এর কোন গোষ্ঠী জড়িত তা এখনও বোঝে উঠতে পারেনি পুলিশ। তবে এ-ঘটনার সঙ্গে তোলা আদায়ের সম্পর্ক থাকতে পারে বলে পুলিশের ধারণা।-