মাছিলিপতনম, ১৭ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় নতুন ২০০০ টাকার নোটে উদ্ধার করা হল বেহিসেবি ৪.৪ লক্ষ টাকা| শনিবার সকালে গামপ্লাগুদেম মণ্ডলের গোসাভদু গ্রাম থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই বেহিসেবি টাকা| গামপ্লাগুদেম-এর সাব ইন্সপেক্টর পি শিবা রামা কৃষ্ণা জানিয়েছেন, চার ব্যক্তির কাছে বিপুল পরিমাণ নগদের উত্স জানতে চাওয়া হলে তারা ব্যাখ্যা করতে পারেনি| এরপরই নতুন ২০০০ টাকার নোটে উদ্ধার করা হয় বেহিসেবি ৪.৪ লক্ষ টাকা|
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার ব্যক্তিকে| এই ঘটনার যাবতীয় তদন্ত করবে আয়কর দফতর|
2016-12-17