শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.): হাড় কঁাপুনি ঠান্ডায় কঁাপছে গোটা উপত্যকা| শৈত্যপ্রবাহে এখন পুরোপুরি বিপর্যস্ত কাশ্মীরের স্বাভাবিক জনজীবন| সঙ্গে দাপট রয়েছে ঘন কুয়াশার| সবথেকে খারাপ অবস্থা রাজৌরি জেলায়| যে কারণে সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়ারা| ঠান্ডায় কঁাপছে দক্ষিণ কাশ্মীরের পহেলগঁাও, লেহ এবং লাদাখও| বেশি উচ্চতার জায়গাগুলিতে ইতিমধ্যে জল জমে বরফ জমতে শুরু করেছে| প্রায় সর্বত্রই বাসিন্দাদের আগুন পোহানোর ছবি নজরে আসছে|
শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই|
2016-12-17