আগরতলা, ১৬ ডিসেম্বর (হিঃসঃ)৷৷ মাকে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারই ছেলে এবং ছেলের বৌ৷ এমনটাই অবিযোগ করেছেন মা অঞ্জলি মালাকার৷ বাধ্য হয়ে সেই অসহায় মহিলা পাষন্ড ছেলে স্বপন মালাকার ও ছেলের বৌ শীলা ঘোষ মালাকারের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা করেন৷ কিন্তু মামলা নেওয়ার ছয়িদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সেই বৃদ্ধা মায়ের পাষন্ড ছেলে এবং ছেলের বৌ এর গ্রেপ্তারের কোন খবর নেই অভিযোগ করে সেই বৃদ্ধা৷ বর্তমানে অসহায় বৃদ্ধা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে৷
2016-12-17