নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ করতে আসা দেশীয় এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ ২০১৪-১৫ সালে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬৭ জন, ২০১৫-১৬ সালে ৩ লক্ষ ৯৯ হ াজার ৪৪৭ জন এবং ২০১৬-১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ২ লক্ষ ১১ হাজার ৬৯১ জন পর্যটক রাজ্যে এসেছেন৷ আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের এক প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক এ তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, ২০১৪-১৫ সালে ৩ লক্ষ ৬১ হাজার ৫৮১ জন দেশীয় পর্যটক এবং ২৯ হাজার ৮৬ জন বিদেশি পর্যটক, ২০১৫-১৬ সালে ৩ লক্ষ ৬৩ হাজার ৮২৮ জন দেশীয় পর্যটক ও ৩৫ হ াজার ৬১৯ জন বিদেশি পর্যটক এবং ২০১৬-১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ১ লক্ষ ৮৯ হাজার ৪০০ জন দেশীয় পর্যটক ও ২২ হ াজার ২৯১ জন বিদেশি পর্যটক রাজ্যে এসেছেন৷
বিধায়ক রাজেন্দ্র রিয়াং এবং বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অন্য আরেকটি প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সভায় জানান, রাজ্যে বর্তমানে ২৯টি ট্যুরিস্ট লজ রয়েছে৷ জম্পুই হিলের অন্তর্গত ফুলদংশাইতে পর্যটকদের সুবিধার্থে আরো একটি ট্যুরিস্ট লজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷
বিধায়ক মাধব চন্দ্র সাহার এক প্রশ্ণের উত্তরে পর্যটন মন্ত্রী জানান, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম গোমতী জেলার উদয়পুরের ৬টি দীঘিকে সৌন্দর্যায়নের মাধ্যমে পর্যটকদের আকর্ষিত করার পরিকল্পনা নিয়েছে৷ এজন্য ১ কোটি ৭২ লক্ষ টাকা গ্রামোন্নয়ন দপ্তরকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ তিনি জানান, বর্তমান অর্থবছরের মধ্যে এই কাজ সম্পন্ন করার সময় ধার্য করা হয়েছে৷
2016-12-17