নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ দুজন উপজাতি যুবকের দ্বারা গাড়ি ছিনতাইয়ের ঘনায় চাঞ্চল্য গোটা তেলিয়ামুড়া জুড়ে৷ ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ৷ বর্তমানে মারুতি গাড়ির চালকের চিকিৎসা তেলিয়ামুড়া হাসপাতালে চলছে৷ আহত যুবকের নাম বিজয় জমাতিয়া৷ বয়স ২৭৷ পিতা গোপী জমাতিয়া৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কুঞ্জমুড়া এলাকায়৷
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বিজয় জমাতিয়ার তথা টিআর০১-কে-০৭৯৮ নম্বরের গাড়ি চালকের কাছে ফোন আসে৷ গর্ভবতী মহিলাকে নিয়ে অম্পি হাসপাতালে যেতে হবে৷ সে খবর পেয়ে বিজয় জমাতিয়া তড়িঘড়ি করে গাড়ি নিয়ে একজন পুরুষ ও মহিলাকে নিয়ে অম্পির উদ্দেশ্যে রওনা হয়৷ এব্যাপারে বিজয় জমাতিয়া জানান, খাসিয়ামঙ্গল থেকে তার একক বন্ধুও যাত্রী হিসাবে গাড়িতে উঠে৷ অম্পি নগর হাসপাতালে যাওয়ার পর চালক বিজয় জমাতিয়াকে তারা জানায়, গর্ভবতী মহিলাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ গর্ভবতী মহিলাকে অম্পিতে ফেলে দুজন নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা দেয়৷ আহত গাড়ির চালক বিজয় জমাতিয়া জানান, অম্পি নগর থেকে আসার পথে কয়েকবার গাড়ি তামাতে বলে তারা৷ তাদের কথা অনুসারে চালক বিজয় জমাতিয়া গাড়ি থামিয়েও ছিল কয়েকবার৷ গামাই বাড়ি এলাকায় আসামাত্র চালক বিজয় জমাতিয়াকে মাথার পেছন দিকে ভারী বস্তু দিয়ে আঘাত করে৷ চালক বেধড়ক আঘাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অম্পি তেলিয়ামড়ার রাস্তার একটি পাহাড়ে ধাক্কা দেয়৷ পরে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলে লুকিয়ে পরে৷ খবর দেয় চালকের মালিক সহ আত্মীয়পরিজনদের৷ খবর পেয়ে সকলে গামাইবাড়িতে ছুটে এসে জঙ্গল থেকে চালক বিজয় জমাতিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ চালক জানায়, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে মাথার পেছন দিকে কোন ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে৷
এদিকে, একাংশ জনগণদের অভিমত, কি হয়েছিল সে দিনের ঘটনা৷ পুলিশ যদি প্রকৃত তদন্ত করে তবে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনার রহস্য৷ এখন দেখার বিষয় পুলিশ তদন্তক্রমে কতটুকু প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন করতে পারেন৷
2016-12-17