নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ পুর নিগমের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কুঞ্জবন এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ উচ্ছেদ অভিযানে সামিল টাস্ক ফোর্সের কর্মীদের বাধা দেয় এলাকাবাসী৷ এনিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ অভিযোগ জোত জমির উপর গড়ে উঠা বাড়িঘরও ভেঙে দেওয়া হয়েছে৷ অভিযানে নেতৃত্ব দেন সহকারী জোনাল অফিসার ঝুটন চৌধুরি৷ এবিষয়ে জানতে চাওয়া হলে সহকারী জোনাল অফিসার জানান তাদের আগেই মৌখিকভাবে জানানো হয়েছিল দখল ছাড়ার জন্য৷ দখল না ছাড়ার কারণেই আজ টাস্ক ফোর্স বাহিনী নিয়ে অভিযান চালানো হয়৷ তিনি স্পস্টিকরণ দিয়ে বলেন, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে আবাসনে ঘর দেওয়া হয়েছে৷ অপরদিকে উচ্ছেদ হওয়ার পরিবারগুলোর অভিযোগ আবাসনে যে ঘর দেওয়া হয়েছে, তাতে পরিবারের লোকজনদেন নিয়ে বসবাস করা খুবই কষ্টকর৷ সেকারণেই তারা জমির দখল ছাড়ছেন না৷ সহকারী জোনাল অফিসার ঝুটন চৌধুরি আরও জানান, জোত জমিতর মালিকদের প্রয়োজনীয় অর্থ দেওয়ার সংস্থান রয়েছে৷ এদিকে কুঞ্জবন এলাকায় অভিযান চালানোর সময় একটি কালী মন্দিরও ভেঙে দেওয়ার চেষ্টা করে টাস্ক ফোর্স বাহিনী৷ এতে তীব্র আপত্তি জানান এলাকার ধর্মপ্রাণ মানুষ৷ বিকল্প মন্দির তৈরি না করে কালীমন্দিরটি ভাঙা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন৷ ধর্মপ্রাণ মানুষের মনোবলে আঘাত করার জন্য এই ধরনের প্রয়াস বলেও তারা মন্তব্য করেছেন৷
2016-12-17